শনিবার, ০৭ ডিসেম্বর ২০১৯, ০১:৪৪ অপরাহ্ন
এইচ অার রুবেল: হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ থানার অলিপুরে অবস্থিত হবিগঞ্জ ইইন্ডাস্ট্রিয়াল পার্ক প্রাণ অার এফ এল এর বেস্ট বাইকে ৩০ হাজার টাকা জরিমানা করা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর। পণ্যের গায়ে মুল্য লেখা না থাকা বৈধ অামদানিকারের ট্যাগ না থাকার উৎপাদনকারী নিধারিত মুল্যের উপর নিজেদের নিধারিত মুল্যের ট্যাগ বসানোসহ পন্যের গায়ের লেখা মুল্যের চেয়ে বেশি মুল্য অাদায়ের অপরাধের কারনে এ জরিমানা করা হয়েছে। মঙ্গল বার দুপুরে অধিদপ্তরের সহকারী পরিচালক মো: অামিরুল ইসলাম মাসুদ এর নেতৃত্বে এ অভিযান চালানো হয়। ভোক্তভোগিরা জানান বেস্ট বাই শুরু থেকেই এ ধরনের অপরাধ করে অাসছে। এ সময়ে অধিদপ্তরের পক্ষ থেকে প্রাণ অার এফ এল বেস্ট বাইকে কতৃপক্ষকে সর্তক করে দেওয়া হয় এবং একই অপরাধ পুনরায় বৃতি হলে দিগুন অারোপ করা হবে বলে হুশিয়ার করে দেওয়া হয়।তাছাড়া এই দিনে ব্রাক্ষণডুড়া ইউ/পি পুরাইকলা বাজারে ওজনে কম দেওয়ায় মা কৃষি ডিপাটমেন্ট স্টোরকে ১ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যহত থাকবে।
Leave a Reply