শুক্রবার, ১৩ ডিসেম্বর ২০১৯, ১১:০৬ অপরাহ্ন
চেকপোস্ট ডেস্ক:: গ্রামীণফোন ও রবির বিদ্যমান ভয়েস ও ডাটা প্যাকেজের নবায়ন বন্ধ করা হচ্ছে। বাংলাদেশে টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন এ পদক্ষেপ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে। দেশের বৃহৎ দুই মোবাইল অপারেটরের কাছে ১৩ হাজার ৪৪৬ কোটি ৯৫ লাখ নিরীক্ষা দাবি আদায়ের উদ্যোগের অংশ হিসেবে এই পদক্ষেপটি নিয়েছে নিয়ন্ত্রণ কমিশন।
এ পদক্ষেপের মোবাইল অপারেটর দু’টির যেকোনো নতুন প্যাকেজ অনুমোদন স্থগিতে সংস্থাটির সাম্প্রতিক পদক্ষেপ আরও সম্প্রসারিত হচ্ছে।
এ বিষয়ে বিটিআরসির এক জ্যেষ্ঠ কর্মকর্তা গণমাধ্যমকে বলেন, অনুমোদন নবায়নের ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠিয়েছে টেলিকম নিয়ন্ত্রণ সংস্থা।
এদিকে দুই মোবাইল অপারেটরের কর্মকর্তাদের দাবি, এসব উদ্যোগে গ্রাহকদের ভোগান্তি তীব্রতর হবে।
Leave a Reply